Monday, 5 June 2017

ওঠ,জাগো,আর ঘুমিও না

ত্রাণ নয় অসহায় পরিবারের মাঝে সামান্য উপহার দিতে চাই, আপনি কি আমাদের সাথে থাকবেন? আসুন আমরা সবাই সাধ্যমতে অসহায়দের পাশে দাড়াঁই। প্রিয় সুধী, নমষ্কার / আদাব, বর্তমান বিশ্বে মহামারি প্রাণ করোণা ভাইরাসে     06:48     No comments

╲\╭┓
╭☆ ╯  🔮::::||  ওঠ, জাগো, আর ঘুমিও না  ||:::::🔮
┗╯\╲  🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

╬═╬

📘📘 এক ইংরেজ রবিন্দ্রনাথকে প্রশ্ন করেছিল -----
" আমি ভারতীয় আধ্যাত্বিকতাবাদ ও ভারতীয় দর্শন সম্পর্কে জানতে চায়,  তাই জানার মাধ্যমটা কি হতে পারে"
📘📘 রবীন্দ্রনাথ উত্তরে বললেন,
"আপনি স্বামী বিবেকানন্দকে জানলেই সব কিছু জানা হয়ে  যাবে।
 ⛺ সুতরাং----///
বিবেকানন্দের বানী পড়লেইতো  মানুষ বদলে  যাবার কথা।  অথচ আমরা নিজেদের ভিতর তার বানীর অনুরনন ঘটাতে পাচ্ছি না। আর তাই আমরা আজও  দুর্বল জাতি ?  
কিন্তু কেন পাচ্ছি না?
রবীন্দ্রনাথ দু:খ করে বলেছিলেন,  " সাত কোটি সন্তানেরে হে বংগো জননী,  রেখেছো বাংগালী করে,  মানুষ করোনি।

বিবেকানন্দের আহবানে আমরা সাড়া না নিয়ে আমরা কেন আজও অসহায় বোধ করে নস্টদের নস্টামির সুযোগ করে দিচ্ছি ? ধর্মে শুধু আগাছা বাড়াচ্ছি।  আগাছা দূর করার কথা বললেই ঘেউ ঘেউ করে উঠছি প্রতিবাদে।
সত্যি বলতে কি,  ধর্ম আজ ধর্ম ব্যাবসায়ীদের
দখলে ।  ওরা না পারছে রক্ষা করtতে , না পারছে  আগাছা দূর করতে।  ওখান থেকে বের হয়ে আসতে হবে আমাদের।

 বিবেকানন্দ ধর্ম ব্যাবসায়ীদের উদ্দেশ্যে বলেছিলেন,
''এস, মানুষ হও। প্রথমে দুষ্ট লোকগুলোকে দূর করে দাও। কারণ এই মস্তিষ্কহীন লোকগুলো কখনও শুধরোবে না। তাদের হৃদয়ের কখনও প্রসার হবে না।''

এক্ষেত্রে সৎ ব্রাহ্মনদেরও এগিয়ে আসা উচিৎ

📘📘 স্বামী বিবেকানন্দের  বাণী কতটা বাস্তবিক তা
মিলিয়ে দেখুন

⛺ আর তাই ----///
বিবেকানন্দের বানী হুবহু এখানে তুলে ধরলাম
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
🌹 নিজের উপর বিশ্বাস না আসিলে ঈশ্বরে বিশ্বাস আসে না। ভাবিও না তোমরা দরিদ্র, ভাবিও না তোমরা বন্ধুহীন; কে কোথায় দেখিয়াছে টাকায় মানুষ করিয়াছে! মানুষই চিরকাল টাকা করিয়া থাকে। জগতের যা কিছু উন্নতি, সব মানুষের শক্তিতে হয়েছে, উৎসাহের শক্তিতে হইয়াছে। বিশ্বাসের শক্তিতে হইয়াছে। প্রাচীন ধর্ম বলিত, যে ঈশ্বরে বিশ্বাস না করে সে নাস্তিক। নতুন ধর্ম বলিতেছে, যে আপনাতে বিশ্বাস স্থাপন না করে সেই নাস্তিক।

🌹 নিজের উপর বিশ্বাস-ঈশ্বরের উপর বিশ্বাস। ইহাই উন্নতি লাভের একমাত্র উপায়। তোমার যদি এ দেশীয় পুরাণের তেত্রিশ কোটি দেবতার উপর এবং বৈদেশিকেরা মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করিয়াছে, তাহাদের সবগুলির উপরই বিশ্বাস থাকে ,অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে, তবে তোমার কখনই মুক্তি হইবে না। নিজের উপর বিশ্বাস সম্পন্ন হও - সেই বিশ্বাসসম্পন্ন হও - সেই বিশ্বাসবলে নিজের পায়ে নিজে দাড়াও এবং বীর্যবান হও।

🌹 মানুষকে সর্বদা তাহার দুর্বলতার বিষয় ভাবিতে বলা তাহার দুর্বলতার প্রতীকার নয়- তাহার শক্তির কথা স্মরণ করাইয়া দেওয়াই প্রতিকারের উপায়। তাহার মধ্যে যে শক্তি পূর্ব হইতে বিরাজিত ,তাহার বিষয় স্মরণ করাইয়া দাও।

🌹 সাফল্য লাভ করিতে হইলে প্রবল অধ্যবসায় ,প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকা চাই।
অধ্যবসায়শীল সাধক বলেন,' আমি গণ্ডূষে সমুদ্র পান করিব। আমার ইচ্ছামাত্র পর্বত চূর্ণ হইয়া যাইবে।' এইরূপ তেজ, এইরূপ সংকল্প আশ্রয় করিয়া খুব দৃঢ়ভাবে সাধন কর। নিশ্চয়ই লক্ষে উপনীত হইবে।

🌹 তোমাদের স্নায়ু সতেজ কর। আমাদের আবশ্যক - লৌহের মত পেশী ও বজ্রদৃঢ় স্নায়ু। আমরা অনেক দিন ধরিয়া কাঁদিয়াছি; এখন আর কাদিবার প্রয়োজন নাই, এখন নিজের পায়ে ভর দিয়া দাঁড়াইয়া মানুষ হও।
পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষেরই ইতিহাস। সেই বিশ্বাসই ভিতরের দেবত্ব জাগ্রত করে। তুমি সব কিছু করিতে পার।

🌹 মনে করিও না, তোমরা দরিদ্র। অর্থই বল নহে ; সাধুতাই-পবিত্রতাই বল। আপনাতে বিশ্বাস রাখো। প্রবল বিশ্বাসই বড় কাজের জনক।

🌹 হে বীরহৃদয় যুবকগণ ,
তোমরা বিশ্বাস কর যে ,তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ। ওঠ, জাগো, আর ঘুমিও না; সকল অভাব, সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের ভিতরেই আছে। এ কথা বিশ্বাস করো, তা হলেই ঐ শক্তি জেগে উঠবে।
📓

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
         ★★★    সত্যম শিবম সুন্দরম    ★★★
                 
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

0 comments :

Recommended

Like Us

Recent

Powered by Blogger.

Blog Archive

Breaking

Popular

LightBlog

Comments

Adbox

Follow Us

Company

LightBlog

Legal Stuff

FAQ's

Blogroll

Subscribe to Newsletter

We'll never share your Email address.