Monday, 5 June 2017

★★সর্বে ভবন্ত সুখিন★★

ত্রাণ নয় অসহায় পরিবারের মাঝে সামান্য উপহার দিতে চাই, আপনি কি আমাদের সাথে থাকবেন? আসুন আমরা সবাই সাধ্যমতে অসহায়দের পাশে দাড়াঁই। প্রিয় সুধী, নমষ্কার / আদাব, বর্তমান বিশ্বে মহামারি প্রাণ করোণা ভাইরাসে     06:39     5 comments

╲\╭┓
╭☆ ╯ 🔮::::::||  সর্বে ভবন্তু সুখিন    |||:::::🔮
┗╯\╲ 🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
╬═╬ ✍
╬═╬

📓📓 সনাতন ধর্ম নির্দিস্ট কোনো মানুষের নয়,  সনাতন ধর্ম সমগ্র মানব জাতির ধর্ম।
সনাতন প্রত্যেক শাস্রেই সমগ্র ব্রহ্মান্ডের কথা বলা হয়েছে।
⛺ আবার ------//
ওঁ সনাতন ধর্মের মুল ভিত্তি। ওঁ ই ঈশ্বর
আর বাকী দেব দেবী ঈশ্বরের  মাধ্যম মাত্র। ঈশ্বরের পথে প্রবেশের দ্বার স্বরুপ।

⛺ সুতরাং ------//
শাস্রে যে যূদ্ধের কথা বলা আছে,  সেই যুদ্ধ শান্তি স্থাপনের যুদ্ধ।  আর আমাদের জীবনটাই এক মল্লযুদ্ধ।
শাস্রের যুদ্ধ গুলো কোনো অন্যায় যুদ্ধ ছিল না।  কারন এই যুদ্ধ কেবল বাহ্যিক কোনো যুদ্ধ ছিল না,
মহাভারতের এক একটা চরিত্র এক একটি ইন্দ্রিয় স্বরুপ।

শাস্রে কোথাও অন্য ধর্মের বিরুদ্ধে কিছু লেখা নেই।
⛺ আর তাই ------//
সনাতন মানবতার ধর্ম।
সনাতন উৎসবের ধর্ম।
সনাতন সমগ্র সৃস্টির ধর্ম।
সনাতন চিরন্তন, অমর, অক্ষয় ও অবিনশ্বর।।

📓📓এর প্রমান স্বরুপ  বৃহদারন্যক উপনিষদের এই মন্ত্রটি দেখুন ---------//
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
সর্বে ভবন্তু সুখিন,
সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রানি পশ্যন্তু,
মা কশ্চিদ দুঃখ মাপ্নুয়াত,
ওম শান্তি শান্তি শান্তি।

অর্থাৎ -------
সবাই যেন সুখী হয়, সকলে যেন নিরাময় হয়, সকল মানুষ পরম শান্তি লাভ করুক, কশ্মিনকালেও যেন কেহ দুঃখ বোধ না করেন। সকলের শান্তি লাভ করুন।
[বৃহদারন্যক উপনিষদ ১/৪/১৪]📓

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
         ★★★    সত্যম শিবম সুন্দরম    ★★★
                 
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

5
replies
  1. সত্যম শিবম সুন্দরম

    ReplyDelete
  2. সর্বে ভবন্তু সুখিন,
    সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রানি পশ্যন্তু,
    মা কশ্চিদ দুঃখ মাপ্নুয়াত,
    ওম শান্তি শান্তি শান্তি।

    ReplyDelete
  3. Prithibir sokol Manus jodi sanatan dhormer er mohan bani hridoye dharon kore jibon japon korto tobe prithibite eto hanahati thakto na, tai onnora mukhe shantir kotha gole gola fatay r sonaton dhormo nirobe shanti biliye jay !
    Om shanti !Om shanti Om shanti 🙏🙏🙏

    ReplyDelete
  4. সর্বে ভবন্তু সুখিনঃ
    সর্বে সন্তু নিরাময়াঃ।
    সর্বে ভদ্রাণি পশ্যন্তু
    মা কশ্চিৎ দুঃখভাগভবেৎ।
    ওঁ শান্তিঃ ওঁ শান্তিঃ ওঁ শান্তিঃ

    ReplyDelete
  5. সকলে ত্রিবিধ শান্তি লাভ করুন। (ত্রিবিধ শান্তি: আধ্যাত্মিক শান্তি, আধিদৈবিক ও আধিভৌতিক শান্তি।

    ReplyDelete

Recommended

Like Us

Recent

Powered by Blogger.

Blog Archive

Breaking

Popular

LightBlog

Comments

Adbox

Follow Us

Company

LightBlog

Legal Stuff

FAQ's

Blogroll

Subscribe to Newsletter

We'll never share your Email address.