Tuesday, 13 June 2017

★★নমনীয় রমনী★★

ত্রাণ নয় অসহায় পরিবারের মাঝে সামান্য উপহার দিতে চাই, আপনি কি আমাদের সাথে থাকবেন? আসুন আমরা সবাই সাধ্যমতে অসহায়দের পাশে দাড়াঁই। প্রিয় সুধী, নমষ্কার / আদাব, বর্তমান বিশ্বে মহামারি প্রাণ করোণা ভাইরাসে     08:02     No comments

╲\╭┓
╭☆ ╯ 🔮::::::||  রমনীয় রমনী  |||:::::🔮
┗╯\╲ ➖➖➖➖➖➖➖➖➖

পুরুষ যখনি গিয়েছে  রনাংগনে
নারী তখনি ঘরকে করেছে রক্ষা
নারী হয়েছে  যুদ্ধের সামিল।

⛺ আর ------//
🌹 শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করে পড়ায়েছে জয় মাল্য।
🌹 রাম সীতাকে উদ্ধার করে সীতাকে পরায়েছে মুকুট।
🌹 কুমারী পুজার প্রচলন করে  সমাজে নারীকে দিয়েছে শ্রেস্ট সন্মান।

🍊 হিন্দু শাস্রে নারীকে কোথাও অসন্মান করা হয়নি।
কিছু ক্ষেত্রে শাস্রে নারীকে অনধিকার দিয়েছে,  কেবল নারীর নিরাপত্তার জন্য,  কারন শাস্রকাররা জানত সমাজে কিছু দস্যু সব সময় ওত পেতে থাকে।

             
⛺ কিন্তু ------//
 আজকাল সুলতানী আমলের কিছু ভেজাল পুরান থেকে নারীর প্রতি স্বর্গের  ভুয়া বেহাল্লাপনার রেফারেন্স দিয়ে লাভ জিহাদীরা হিন্দু নারীদের বিভ্রান্ত করছে।

তাই হে সন্মানিত নারী সমাজ,  বিভ্রান্ত হবেন না।

দেখুন এবার বেদে কিভাবে নারীকে সন্মান দেয়া হয়েছে
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
🌹 পিতার সম্পত্তিতে নারী ও পুরুষের সমান আধিকার রয়েছে।   ঋগবেদ ৩/৩১/১

🌹 "গর্ভের সন্তান ছেলে হোক বা।মেয়ে হোক সে
যেন ভালোথাকে।"  অর্থববেদ ২/৩/২৩

🌹 একজন নারীর কখনো যেন কোন।সতীন না
থাকে।   "অর্থববেদ ৩/১৮/২

🌹 নারী হল মঙ্গলময়ী লক্ষী"।  অর্থববেদ ৭/১/৬৪

🌹 নারী হল জ্ঞানের ধারক"। অর্থববেদ ৭/৪৭/১

🌹 নারী হল শিশুর প্রথম জ্ঞানদাতা"। অর্থববেদ ৭/৪৭/২

🌹 নারী শিক্ষা গ্রহণ শেষে পতিগৃহে যাবে।"  অর্থববেদ ১১/৫/১৮

🌹 নারী দুঃখ কষ্ট না হয়।"    বঅর্থববেদ ১২/২/৩১

🌹 নারীকে উপহার হিসাবে জ্ঞান উপহার দাও।
 অর্থববেদ ১৪/১/৬

🌹 যেসকল নারী দেহ রুপ দেখিয়ে অপরের সাতে বন্ধুত করতে চাই, তারা হায়না মত তাদের পরিত্যাগ কর"।ঋগবেদ ১০/৯৫/১৫

🌹 নারী হচ্ছে মজ্ঞলময়ী,  নারী কে যে অসন্মান করে সে হচ্ছে মহা পাপী ""  অথর্ববেদ,  ৭/১/৬৪

🌹  আমি যেমন সকল মানুষের জন্য কল্যানময় এবং মুক্তি প্রদায়িনী বেদ উপদেশ করিয়াছি ঠিক তেমনি তোমরাও ব্রাহ্মন,ক্ষত্রিয়,বৈশ্য,শুদ্র,নারী-পুরুষ নির্বিশেষে তা কর।  যজুর্বেদ ২৬/২

🌹   আমার সকল কন্যাগন পবিত্র,ধর্মনিষ্ঠ,সকল ধর্মানুষ্ঠান(যজ্ঞাদি) পালনে যোগ্য।তাঁরা সকলে পবিত্র বেদ মন্ত্র নিষ্ঠার সহিত পাঠ করবে।তাঁদের সকলে বিদ্বান গুরুর নিকট বিদ্যালাভ করবে।ঈশ্বর তাদের নৈবেদ্য গ্রহন করবেন।  অথর্ববেদ ৬.১২২.৫
.
🌹  কন্যারাও ব্রহ্মচর্য সেবন দ্বারা পূর্ন বিদ্যা এবং সুশিক্ষা প্রাপ্ত হয়ে প্রাপ্তবয়স্ক হলে নিজ পছন্দের বিদ্বান পতি গ্রহন করিবে।  অথর্ববেদ ১১.৫.১৮

🌹  স্ত্রী যজ্ঞে মন্ত্রপাঠ করিবে। যদি বেদাদি শাস্ত্র না পাঠ করে তবে যজ্ঞে স্বরসহিত মন্ত্রোচ্চারন কি করে করবে।  শ্রৌতসুত্রে
.

🌹  নারীরা যেন সবসময় সম্মানিত এবং দুঃখবিহীন অবস্থা পায়।  অথর্ববেদ ১২.২.৩১
.

🌹 নারীদেরকে আইন-বিধান প্রনয়নে অংশ নিতে পারবে ।  অথর্ববেদ ১২.৩.৫২

🌹  পৈতৃক সম্পত্তিতে নারী ও পুরুষের সমান অধিকার
ঋগবেদ ৩.৩১.১

🌹   নারীও রাজ্য শাসন করার যোগ্য।   যজুর্বেদ ২০.৯

🌹  সেনানী এবং যুদ্ধে নারীর অংশগ্রহনে বাধা নেই
যজুর্বেদ ১৬.৪৪

  

0 comments :

Recommended

Like Us

Recent

Powered by Blogger.

Blog Archive

Breaking

Popular

LightBlog

Comments

Adbox

Follow Us

Company

LightBlog

Legal Stuff

FAQ's

Blogroll

Subscribe to Newsletter

We'll never share your Email address.