Monday, 5 June 2017

সনাতন ধর্মের উদ্দেশ্য

ত্রাণ নয় অসহায় পরিবারের মাঝে সামান্য উপহার দিতে চাই, আপনি কি আমাদের সাথে থাকবেন? আসুন আমরা সবাই সাধ্যমতে অসহায়দের পাশে দাড়াঁই। প্রিয় সুধী, নমষ্কার / আদাব, বর্তমান বিশ্বে মহামারি প্রাণ করোণা ভাইরাসে     04:04     No comments

╲\╭┓
╭☆ ╯🔮::::||  সনাতন ধর্মের উদ্দেশ্য  |||::::🔮
┗╯\╲ 🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
╬═╬
╬═╬

সনাতন ধর্মের উদ্দেশ্য দুটি
➖➖➖➖➖➖➖➖➖➖
🌹১) জাগতিক কল্যাণ ও
🌹২) মোক্ষলাভ ( নির্বান )

রেফারেন্স
➖➖➖➖
যতোঽভ্যুদয়-নিঃশ্রেয়সিদ্ধি সঃ ধর্মঃ॥

জাগতিক কল্যান ও আধ্যাত্বিকতা এই দুইয়ের সমন্বয়েই পরম গতি তথা মোক্ষলাভ বা নির্বান।

📘  ঠিক যেমনি
সনাতন প্রত্যেক শাস্রে আধ্যাত্বিকতার পথ দেখালেন ;
যেমন:  প্রানায়াম, যোগ, অস্টাঙ্গিক মার্গ/রাজযোগ/ ষটচক্র/ নিয়ত কর্ম (আরাধনা) /ধ্যান, আরতি,প্রার্থনা,  পুজা ইত্যাদি।

📘 ঠিক তেমনি
 জাগতিক কল্যানেরও পথ দেখালেন।

⛺ আর তাই  ----///  
📓 শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন
➖➖➖➖➖➖➖➖➖➖
যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে। কিন্তু যে ব্যাক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে"-

📓 গীতায় শ্রীকৃষ্ণ আরো বলেছেন
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
'ঈশ্বরঃসর্বভূতানাং হৃদ্দেশেহর্জুন তিষ্ঠতি'
অর্থাৎ ------//
হে অর্জুন , ঈশ্বর সকল প্রাণীর হৃদয়ে অবস্থিত । জীব সেবাই ঈশ্বর সেবা।

📓📓 জাগতিক কল্যাণের পথ
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🌹 জাগতিক কল্যাণ বাদ দিয়ে শুধু পারমার্থিক কল্যানে কখনো মোক্ষলাভ ( নির্বান) হয় না।
🌹 বাবা লোকনাথ সাধনা শেষ করেই নিজ ভুমিতে এসেই মানব কল্যানে ব্রত হয়েছিলেন।
🌹 রামকৃষ্ণ বিবেকানন্দকে দিয়ে মানব কল্যানে ব্রত হয়েছিলেন।
🌹 এইরুপ ব্যাসদেব, রামানুজ, শংকরাচার্য, পতঞ্জলী সহ সনাতন সকল মুনি রিশিগন মানব কল্যান করে গেছেন এবং সেই সাথে মানব কল্যানের পথ দেখিয়ে গিয়েছিলেন।
                   ( Written by  Ajit Boran Chakraborty )
⛺ কিন্তু ----///  
মানুষ ভ্রান্ত নীতিতে আছে।  প্রায় সবাই জাগতিক কল্যান বাদ দিয়ে সারাদিন জপ তপ করে ধাপ ধাপ করে স্বর্গে উঠে যাবার নেশায় মত্ত।
এইদিকে সমাজে কি হচ্ছে,  কারা কি করছে,  কারা না খেয়ে মরছে, সেদিকে খেয়ালই নেই।

এই সমাজে নেশা,জুয়া, খুন, ধর্ষন, নারী নির্যাতন,খুন এইসব দূর করে জাগতিক কল্যানে নিয়োজিত হতে পারাই সনাতন ধর্ম।
এবং জাগতিক কল্যানের দ্বারা সমাজকে আধ্যাত্বিক শিক্ষা, প্রানায়াম, যোগ, ধ্যান, ধর্মীয় শিক্ষা দ্বারা সমাজকে চালিত করাই সনাতন ধর্ম।

📓 অধর্ম কি?
➖➖➖➖➖
🌹 ধর্ম শুধুমাত্র পরলোকের কল্যাণের আশায় করাটা অধর্ম।
🌹 জাগতিক কল্যাণ বাদ দিয়ে শুধু পারমার্থিক কল্যাণ অধর্ম
🌹যা কিছু জগতে অশান্তি, বিশৃঙ্খলা ও অমঙ্গল ডেকে আনে, তা  অধর্ম।
🌹 যা মোক্ষ তথা কর্মবন্ধন থেকে মুক্তি দিয়ে ঈশ্বর লাভে সহায়ক নয়, তা অধর্ম।
🌹 অন্ধ বিশ্বাস বা কিছু আচার-অনুষ্ঠান অধর্ম।

 📓 ধর্ম কি?
➖➖➖➖➖
🌹 যা জাগতিক ও পারমার্থিক উভয় কল্যাণই নিশ্চিত করে, তাই ধর্ম
🌹বৃহত্তর কল্যাণ নিশ্চিত করে প্রতিটি মানুষের স্থান-কাল-পাত্র ভেদে যথোপযুক্ত কর্তব্য কর্মই ধর্ম।
🌹এই সমাজে নেশা,জুয়া, খুন, ধর্ষন, নারী নির্যাতন,খুন এইসব দূর করে জাগতিক কল্যানে নিয়োজিত হতে পারাই সনাতন ধর্ম।
🌹জাগতিক কল্যানের দ্বারা সমাজকে আধ্যাত্বিক শিক্ষা, প্রানায়াম, যোগ, ধ্যান, ধর্মীয় শিক্ষা দ্বারা সমাজকে চালিত করাই সনাতন ধর্ম।
                   
⛺ আবার ----///  
 কেউ যদি ঈশ্বর বিশ্বাস নাও করে,  সেও কিন্তু সনাতন।  কারন জাগতিক কল্যান দ্বারা সেই সনাতনী আরেকটা উদ্দেশ্য সাধনের পথে বিদ্যমান।

আর যারা ধর্মই মানে না তারা আসলেই সনাতনী এই উদ্দেশ্য দুটিই বোঝে না।

📓📓 ঋগ্বেদ,৬/৭৫/৯
➖➖➖➖➖➖➖
সমাজকে ভালবাস, ক্ষুধার্তকে অন্ন দাও, দুর্গতকে সাহায্য কর, সত্য-ন্যায়ের সংগ্রামে সাহসী ভূমিকা রাখার শক্তি অর্জন কর।

📓📓 ঋগবেদঃ ১.১২৫.৬
➖➖➖➖➖➖➖➖➖
নিঃশর্ত দানের জন্য রয়েছে চমৎকার পুরস্কার । তারা লাভ করে আর্শীবাদ ধন্য দীর্ঘ জীবন ও অমরত্ব ।

📓📓 ঋগবেদঃ ১.৯১.১৩
➖➖➖➖➖➖➖➖➖➖
বিশ্বাসীর হৃদয়েই প্রভূ বসবাস করেন । আমাদের দেহই হোক প্রভূর মন্দির । আমরা যেন চিরদিন তাঁর সত্যিকারের দাস হিসেবে থাকতে পারি । আমাদের জীবনের সকল অর্জন তার চরণে সমর্পণ করতে পারি ।
📓 অথর্ববেদঃ ৬.৮১.১
➖➖➖➖➖➖➖➖➖➖
হে মানুষ ! উৎসাহ-উদ্দীপনা নিয়ে আন্তরিকতার সাথে পরিশ্রম করো । দারিদ্রতা ও অসুস্হতা তোমার কাছ থেকে পালিয়ে যাবে । [

📓📓 ঋগবেদ ঃ ১.১৫.৮
➖➖➖➖➖➖➖
এসো প্রভূর সেবক হই ! গরীব ও অভাবীদের দান করি
📓

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
           ★★★   ওঁ ওঁ ওঁ ওঁ ওঁ ওঁ ওঁ   ★★★
                         সত্যম শিবম সুন্দরম  
                                 ওঁ তৎসৎ
                             ওঁ  নম: শিবায়
                             ওঁ  কৃষ্ণায় নম:
                             ওঁ  জয় শ্রী রাম                      
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
                           সর্বে ভবন্তু সুখিন,
               সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রানি পশ্যন্তু,
                        মা কশ্চিদ দুঃখ মাপ্নুয়াত,
                        ওঁ শান্তি ওঁ শান্তি ওঁ শান্তি
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

0 comments :

Recommended

Like Us

Recent

Powered by Blogger.

Blog Archive

Breaking

Popular

LightBlog

Comments

Adbox

Follow Us

Company

LightBlog

Legal Stuff

FAQ's

Blogroll

Subscribe to Newsletter

We'll never share your Email address.