Sunday, 4 June 2017

★★কর্তব্য★★

ত্রাণ নয় অসহায় পরিবারের মাঝে সামান্য উপহার দিতে চাই, আপনি কি আমাদের সাথে থাকবেন? আসুন আমরা সবাই সাধ্যমতে অসহায়দের পাশে দাড়াঁই। প্রিয় সুধী, নমষ্কার / আদাব, বর্তমান বিশ্বে মহামারি প্রাণ করোণা ভাইরাসে     07:47     No comments

╲\╭┓
╭☆ ╯    🔮::::::||     কর্তব্য     |||:::::🔮
┗╯\╲ 🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
╬═╬ ✍
╬═╬

একজন সাধক যদি পরিবার  ত্যাগ করে, চারিদিকে নিন্দার ঝড় উঠে।  সবাই বলে বেড়াই, ছি ছি ---!!
স্রী, পুত্র, কন্যা, পিতা, মাতা ফেলেই গৃহত্যাগ করলো  ???
পরিবারের অনুমতি কি খুবই জরুরী ???
⛺ আবার  ------//
নিমাই গৃহত্যাগ করেছিল পরিবারের অনুমতি নিয়েই।
কিন্তু পরিবারের কর্তব্য তো তাকে গৃহেই রাখা।
আর সন্যাসীর কর্তব্য গৃহত্যাগ করা।

এই দুইয়ের মধ্যে সংঘর্স হলেই,  নির্মমতা থেকে নির্দয়তাই শ্রেয়।
কেননা এতেই  নিহিত আছে নির্দয়তা ও নির্মমতা,  কর্তব্যের তাৎপর্যে।।

গৌতমবুদ্ধ গৃহ ত্যাগ করার পর তার স্রী, পুত্র, কন্যারা  তাকে গৃহে ফেরানো জন্য অনেক আকুতি,মিনতি  করেছিল। কিন্তু তাকে ফেরাতে পারেনি।
তার পরিবার কী  ভুল করেছিল?
নাকি বুদ্ধ ভুল করেছিল?

বুদ্ধ যেটা মানব জাতিকে দিয়েছিল
তার পরিবার কি সমাজকে সেটা দিতে পেরেছিল???
⛺ এবং  ------//
একজন নারী কখনো চায়না তার পুত্র কিংবা স্বামী
বন্দুকের গুলিতে নিহত হউক,  এটাই একজন নারীর কর্তব্য।
আবার সেই নারীর পুত্র কিংবা স্বামী ঘর থেকে পালিয়ে যখন দেশ রক্ষার কাজে শহীদ হয়, তখন আমরা তার জন্য শহীদ মিনার বানিয়ে তাকে শ্রদ্ধা  ভরে বীর উপাধী দিই।
তাহলে কোনটা কার কর্তব্য ??
অধিক হীতকর কোনটা ?

📓এর সমাধান গীতায় বলা হয়েছে নিস্কাম কর্ম তত্ত্বে ----
কৰ্ম যখন লোকহিত, সমাজহিত এবং সংসারের হিতসাধনের জন্য সম্পাদিত হয়, তখনই কেবল তাকে নিষ্কাম কৰ্ম্ম বলা হয়।
                 
⛺ কিন্তু  ------//
প্রানী হত্যা বিভৎস কাজ,  তাহলে সৃস্টিকর্তা বাঘের আহার কেন পশু হত্যার সামিল করল?
কেন কুমির উৎ পেতে থাকে  জলে প্রানী হত্যার শিকারে।  কেন তার খাবার আরেক প্রানী ?
ফুলের বাগানে হঠাৎ ঝড় এসে কেন তছনচ করে দেয়,,
ফুলের কি অপরাধ?
ঝড়ের কর্তব্যতো সব তছনছ করে দেয়াই।

 গীতায় অর্জুনও এই ভুল করেছিল।
অজুন কুরুক্ষেত্রে তার আত্মীয় বর্গদের দেখে বিচলিত হয়ে যুদ্ধ ক্ষেত্রে ধনুক ফেলে বসে পড়েছিলেন।

📓📓 তখন শ্রী কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ----
হে অর্জুন, তুমি নির্দয় হইও না,  কিন্তু কর্তব্যে তোমাকে নির্মম হতে হবে।

⛺ সুতরাং ------//
এই জগতের সব কিছুর মধ্যেই সৃস্টি ও ধংস দুটিই বিরাজমান।  একটি অন্যটির পরিপুরক।  ধ্বংস হয় বলেই সৃস্টি হয়।
বাঘ যদি পশু শিকার না করে তাহলে পশুর সংখ্যা বৃদ্ধি পেয়ে বনের ভারসাম্য হারাবে।
📓

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
         ★★★    সত্যম শিবম সুন্দরম    ★★★
                 
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

0 comments :

Recommended

Like Us

Recent

Powered by Blogger.

Blog Archive

Breaking

Popular

LightBlog

Comments

Adbox

Follow Us

Company

LightBlog

Legal Stuff

FAQ's

Blogroll

Subscribe to Newsletter

We'll never share your Email address.