╲\╭┓
╭☆ ╯ 🔮::::|| ত্রিনয়ন |||::::🔮
┗╯\╲ 🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
╬═╬
╬═╬
📓📓 দেবীর কপালের মাঝখানে ত্রিনয়ন।
তাহলে এই ত্রিনয়নের বিষয়টা কি Epics?
মোটেও না।
দেব দেবীদের এই সবকিছুই এক একটা মিথলোজি।
প্রশ্ন আসতে পারে
এই তৃনয়ন কি মানুষের আছে?
⛺ তাই ------//
মানুষের চেতনার প্রকাশ এই ত্রিনয়ন
অন্তর দৃস্টিই এই ত্রিনয়ন
জ্ঞানের চক্ষুই ত্রিনয়ন
দিব্য দৃস্টিই এই ত্রিনয়ন
📓রবীন্দ্রনাথের ভাষায় -----
চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে
অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে।
ধৃতরাস্ট্র কুরুক্ষেত্র দেখেছিলেন।
কিন্তু তিনিতো জন্মান্ধ।
কিভাবে দেখলেন?
কিন্তু সেই কথা হিন্দু সমাজকে এখানে বললেই তারা কুরুক্ষেত্র ভারতের কোন জায়গায় হয়েছিল, আর ধৃতরাস্ট্রের চৌদ্দ পুরুষের কাহীনি উদ্দার করে ধর্ম কার্য সম্পপ্ন করে ফেলেছে ভেবে নিজেকে পুন্যাত্বা ভেবে স্বস্তি ফেলবে।
চোখ বন্ধ করে জ্ঞানের চোখেই কেবল দৃশ্যমান নিজের ভেতরেই সেই কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র বাইরের কোনো যুদ্ধ নয়।
গীতাকে জ্ঞানের দৃস্টিতে দেখবার লোক শিক্ষা দিতেই শ্রীকৃষ্ণ অন্ধ ধৃতরাস্ট্রকে দিয়েই মানব জাতিকে বুঝালেন। জ্ঞানের প্রারম্ভ বাইরের চোখে নয়, ত্রিনয়নই
অর্থাৎ জ্ঞান চক্ষুর দ্বারাই বোধগম্য হয় দিব্য।
শিব ত্রিনয়ন দিয়েই কাম ভস্ম করে মানব জাতিকে শিক্ষা দিয়েছিলেন, ত্রিনয়নই সকল কিছুর গতি পথ।
মুনি রিশি সাধকরা ত্রিনয়নেই অবলোকন করেছিলেন পরমাত্মা। আত্মাকে জানার পথই ত্রিনয়ন।
বাইরের চোখে নয়, ভেতরের জ্ঞান ত্রিনয়ন।
⛺ সুতরাং ------//
১) ভ্রুর মাঝখানেই এই চক্ষু উপবিস্ট।
২) এই চোখ ধ্যানের দ্বারা দিব্যদৃস্টি লাভ করে।
৩) মনুষ্যগন প্রানামায় আর ধ্যানের দ্বারাই এই নয়নের দিব্য দৃস্টি লাভ করে।
৪) জ্ঞান যোগ, ভক্তি যোগ, রাজযোগ, অস্টাঙ্গিক মার্গ, অধ্যবসায়, গবেষনা, চিন্তনের দ্বারাই এই জ্ঞান নয়ন দৃস্টি লাভ করে
Third eye is
------- Knowledge is power --------
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
★★★ সত্যম শিবম সুন্দরম ★★★
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
╭☆ ╯ 🔮::::|| ত্রিনয়ন |||::::🔮
┗╯\╲ 🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
╬═╬
╬═╬
📓📓 দেবীর কপালের মাঝখানে ত্রিনয়ন।
তাহলে এই ত্রিনয়নের বিষয়টা কি Epics?
মোটেও না।
দেব দেবীদের এই সবকিছুই এক একটা মিথলোজি।
প্রশ্ন আসতে পারে
এই তৃনয়ন কি মানুষের আছে?
⛺ তাই ------//
মানুষের চেতনার প্রকাশ এই ত্রিনয়ন
অন্তর দৃস্টিই এই ত্রিনয়ন
জ্ঞানের চক্ষুই ত্রিনয়ন
দিব্য দৃস্টিই এই ত্রিনয়ন
📓রবীন্দ্রনাথের ভাষায় -----
চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে
অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে।
ধৃতরাস্ট্র কুরুক্ষেত্র দেখেছিলেন।
কিন্তু তিনিতো জন্মান্ধ।
কিভাবে দেখলেন?
কিন্তু সেই কথা হিন্দু সমাজকে এখানে বললেই তারা কুরুক্ষেত্র ভারতের কোন জায়গায় হয়েছিল, আর ধৃতরাস্ট্রের চৌদ্দ পুরুষের কাহীনি উদ্দার করে ধর্ম কার্য সম্পপ্ন করে ফেলেছে ভেবে নিজেকে পুন্যাত্বা ভেবে স্বস্তি ফেলবে।
চোখ বন্ধ করে জ্ঞানের চোখেই কেবল দৃশ্যমান নিজের ভেতরেই সেই কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র বাইরের কোনো যুদ্ধ নয়।
গীতাকে জ্ঞানের দৃস্টিতে দেখবার লোক শিক্ষা দিতেই শ্রীকৃষ্ণ অন্ধ ধৃতরাস্ট্রকে দিয়েই মানব জাতিকে বুঝালেন। জ্ঞানের প্রারম্ভ বাইরের চোখে নয়, ত্রিনয়নই
অর্থাৎ জ্ঞান চক্ষুর দ্বারাই বোধগম্য হয় দিব্য।
শিব ত্রিনয়ন দিয়েই কাম ভস্ম করে মানব জাতিকে শিক্ষা দিয়েছিলেন, ত্রিনয়নই সকল কিছুর গতি পথ।
মুনি রিশি সাধকরা ত্রিনয়নেই অবলোকন করেছিলেন পরমাত্মা। আত্মাকে জানার পথই ত্রিনয়ন।
বাইরের চোখে নয়, ভেতরের জ্ঞান ত্রিনয়ন।
⛺ সুতরাং ------//
১) ভ্রুর মাঝখানেই এই চক্ষু উপবিস্ট।
২) এই চোখ ধ্যানের দ্বারা দিব্যদৃস্টি লাভ করে।
৩) মনুষ্যগন প্রানামায় আর ধ্যানের দ্বারাই এই নয়নের দিব্য দৃস্টি লাভ করে।
৪) জ্ঞান যোগ, ভক্তি যোগ, রাজযোগ, অস্টাঙ্গিক মার্গ, অধ্যবসায়, গবেষনা, চিন্তনের দ্বারাই এই জ্ঞান নয়ন দৃস্টি লাভ করে
Third eye is
------- Knowledge is power --------
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
★★★ সত্যম শিবম সুন্দরম ★★★
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
0 comments :